পরম করুণাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি।
সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে ইসলামি আদর্শ, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত ও কৃতজ্ঞ মনে করি।
আমাদের লক্ষ্য কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং কুরআন-সুন্নাহর আলোকে নৈতিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা। যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও গবেষণাভিত্তিক জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে, যাতে তারা দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারে।
অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে—এই বিশ্বাস আমি দৃঢ়ভাবে পোষণ করি। আল্লাহ তায়ালার সাহায্য ও সকলের সহযোগিতায় সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা ভবিষ্যতেও দ্বীনি ও মানবিক শিক্ষার আলো ছড়িয়ে যাবে—এই কামনা করি।
সকলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অধ্যক্ষ
সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা
সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ১৯৪৮ খ্রিস্টাব্দে ঠাকুরগাঁও জেলার সালন্দর এলাকায় ধর্মপ্রাণ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদরাসাটি ইসলামি আদর্শ ও নৈতিক মূল্যবোধের আলোকে যুগোপযোগী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
প্রথমে প্রাথমিক পর্যায়ের দ্বীনি শিক্ষা কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করলেও সময়ের ধারাবাহিকতায় মাদরাসাটি ধাপে ধাপে উন্নীত হয়ে দাখিল, আলিম, ফাজিল এবং সর্বশেষ কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালু করে। বর্তমানে এটি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত একটি পূর্ণাঙ্গ কামিল মাদরাসা হিসেবে স্বীকৃত।
এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে বহু ছাত্র দেশ ও বিদেশে দ্বীনি শিক্ষা, প্রশাসন, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সুনামের সাথে অবদান রেখে চলেছে। নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ইতিহাস, দক্ষ শিক্ষকবৃন্দ ও সুসংগঠিত পরিচালনার মাধ্যমে সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা আজ ঠাকুরগাঁও জেলার অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।