ঘোষনা পত্রঃ
(ক) আমি ঘোষনা করিতেছি যে, দরখাস্তে বর্ণিত তথ্যাদি সত্য ও নির্ভুল তথ্য পরিবেশন করিলে কিংবা কোন বিষয় গোপন করিয়া থাকিলে আমি দণ্ডিত হইব, এমনকি আমার ভর্তি বাতিল হইয়া যাইতে পারে।
(খ) ভর্তি হইবার পর মাদরাসার নিয়ম কানুন মানিয়া চলিব ইহার কোন প্রকার অন্যথা করিব না, করিলে আমার বিরুদ্ধে শান্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হইবে।
(গ) মাদরাসার ছাত্র/ছাত্রী থাকা কালে সমাজ ও রাষ্ট্র বিরোধী অথবা নাশকতা মূলক কিংবা ছাত্র/ছাত্রীর বিপক্ষে অশোভনীয় ও আইন শৃঙ্খলা বিরোধী কার্য কলাপে লিপ্ত হইব না।
(ঘ) আমি ভালভাবে বুঝে শুনেই এই মাদরাসায় ভর্তি হইতে ইচ্ছুক। ভর্তি হওয়ার পর কোন অবস্থাতেই এই মাদরাসা পরিবর্তন করিয়া অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করিব না। আমার জামাকৃত নম্বর পত্রসহ যাবতীয় কাগজপত্র ফেরতের জন্য আবেদন করিব না করিলে আইনত অগ্রাহ্য হইবে।
ভর্তির সময় যে সকল কাগজ জমা দিতে হইবে-
১। দাখিল ও আলিম পাশের ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্র, রেজিঃ কার্ড (ফটোকপি)।
২। পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি টুপি/ওড়না পরিহিত রঙ্গিন ছবি।